বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আঞ্চলিক মাল্টিপারপাস ওয়ার্কশপের শুভ উদ্বোধন
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের ২৭তম আঞ্চলিক মাল্টিপারপাস ওয়ার্কশপ ২৮ মে ২০২৩ খ্রি. রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র বাহাদুরপুর, গাজীপুরে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী ওয়ার্কশপে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহ-সভাপতি জনাব এম এ আব্দুল বারী,এলটি। প্রধান স্কাউট ব্যাক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার জনাব ড. মোঃ মোজাম্মেল হক খান, বিশেষ স্কাউট ব্যাক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয় কমিশনার(এক্সটেনশন) প্রফেসর আই কে সেলিম উল্লাহ খোন্দকার । এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সম্পাদক প্রফেসর এনামুল হক খান এলটি, রোভার অঞ্চলের কোষাধক্ষ্য প্রফেসর কে এম সেলিম চৌধুরী, রোভার অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার (প্রশিক্ষণ) মিজানুর রহমান মজুমদার,এলটি। উল্লেখ্য যে, আঞ্চলিক মাল্টিপারপাস ওয়ার্কশপটি অঞ্চলের সহ-সভাপতিবৃন্দ, সকল লিডার ট্রেইনার, সহকারী লিডার ট্রেইনার, আঞ্চলিক যুগ্ম-সম্পাদক, আঞ্চলিক উপ-পরিচালক, সকল জেলার সম্পাদকবৃন্দ, সকল জেলার সহ-কমিশনার(সংগঠনবৃন্দ) ও রোভার অঞ্চলের অফিস এক্সিকিউটিভবৃন্দের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠে।
খবর সংগ্রহঃ বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল , ফেসবুক পেইজ।