রোভার অঞ্চলের মাননীয় কমিশনার মহোদয়ের সাথে নবনিযুক্ত আঞ্চলিক উপ- কমিশনারবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রতিবেদকঃ আহমেদ জায়েদ
সিনিয়র রোভারমেট, মাধুকর মুক্ত রোভার স্কাউট গ্রুপ।
আজ সকাল ১০.০০টায় বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল-এর মাননীয় কমিশনার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এর মাননীয় মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ মহোদয় কর্তৃক বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল-এর নবনিয়োগপ্রাপ্ত বিভিন্ন বিভাগের বারোজন আঞ্চলিক উপ- কমিশনারগণের সাথে মাননীয় মহাপরিচালক এর সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিয় সভায় বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চলের মাননীয় কমিশনার এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর’র মাননীয় মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ মহোদয় নবনিযুক্ত আঞ্চলিক উপ-কমিশনারবৃন্দকে রোভার অঞ্চল পরিচালনার দিকনির্দেশনা প্রদান করেন।
নবনিযুক্ত আঞ্চলিক উপ- কমিশনারবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাঁদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত সভায় উপস্থিত বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল’র সম্মাননীয় সম্পাদক প্রফেসর মুহম্মদ এনামুল হক খান (এলটি) মহোদয় মাননীয় কমিশনার মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান – বারোজন আঞ্চলিক উপ-কমিশনারকে নিয়োগ প্রদান করে রোভার অঞ্চলের কাজের গতিশীলতাকে ফিরিয়ে দেয়ায় জন্য। উক্ত সভায় সম্মাননীয় উপ-পরিচালক (প্রশাসন) জনাব বিপুল চন্দ্র বিশ্বাস, ড. মনিরুল হক এবং রোভার অঞ্চলের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।
এই মতবিনিয় সভায় নবনিযুক্ত আঞ্চলিক উপ-কমিশনারবৃন্দ রোভার অঞ্চলের মাননীয় কমিশনার মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সবকিছু মিলিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়।