“কিশোরগঞ্জ জেলা রোভারের ৩২তম জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ ও রোভার প্রোগ্রাম বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত “
বাংলাদেশ স্কাউটস কিশোরগঞ্জ জেলা রোভারের ৩২তম জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ ও রোভার প্রোগ্রাম বাস্তবায়ন বিষয়ক কর্মশালা ২৩ মে জেলা স্কাউটস ভবনে অনুষ্ঠিত হয়েছে।
উদ্ভোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা রোভারের সম্পাদক মোঃ কামরুল আহসান(এএলটি), ওয়ার্কশপ পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা রোভারের ডিআরএসএল শহীদুল হক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা রোভারের কমিশনার প্রফেসর আ.ন.ম মোশতাকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা রোভারের সহ-কমিশনার(সমাজ উন্নয়ন) মোঃ শামসুল হক,কিশোরগঞ্জ জেলা রোভারের সহ-কমিশনার(উন্নয়ন) মোঃ আব্দুর রউফ ও কিশোরগঞ্জ জেলা রোভারের সহ-কমিশনার(সংগঠন) মাহমুদা বেগম,রোভার লিডার প্রতিনিধি মীর আশরাফুল হক চঞ্চল ও রফিকুল ইসলাম মহিলা কলেজের গ্রুপ সম্পাদক পারভীন আক্তার(এএলটি), গুরুদয়াল সরকারি কলেজের গ্রুপ সম্পাদক মাহবুবা নাসরিন ও কিশোরগঞ্জ মুক্ত স্কাউটের গ্রুপ সম্পাদক শামীমা বেগম, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রোভার লিডার প্রতিনিধি নাহিদ সুলতানা স্বর্ণা। উক্ত কর্মশালায় কিশোরগঞ্জ জেলা রোভারের সকল ইউনিট থেকে ৭০ জন রোভার স্কাউট লিডার ও গার্ল-রোভার স্কাউট লিডার অংশগ্রহণ করেন।
উক্ত কর্মশালায় ২০২২-২৩ অর্থবছরের সকল প্রোগ্রাম বাস্তবায়নের রিপোর্ট পেশ ও ২০২৩-২৪ অর্থবছরের কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়।
খবর প্রেরক: রোভার অনির্বান দত্ত (দ্বীপ)
জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি,
বাংলাদেশ স্কাউটস কিশোরগঞ্জ জেলা রোভার।
খবর সংগ্রহঃ বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল , ফেসবুক পেইজ।